জেলার মডেল স্কুলে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে – WB Non Teaching Staff Vacancy 2024 Apply Now

By admin

Published on:

WB Non Teaching Staff Vacancy 2024

WB Non Teaching Staff Vacancy 2024 – পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা মডেল স্কুল এর পক্ষ থেকে নতুন করে টিচিং ও নন টিচিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

নিয়োগ সংস্থা DAV INSTITUTIONS, WEST BENGAL ZONE
পদের নাম PGT, TGT, PRT & Various
মোট শূন্যপদ সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন 
নিয়োগ প্রক্রিয়াসংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন 
আবেদন মাধ্যম অনলাইন

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে PGT, TGT,PRT।
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তিতে কতজনকে এখানে নিয়োগ করা হবে সেই বিষয়ে সেরকম কোনো তথ্য উল্লেখ করা নেই।

বয়স সীমা (WB Non Teaching Staff Vacancy 2024)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে।

বেতন কাঠামো

এখানে কোন পদে কি বেতন আছে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তবু আপনারা আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

শিক্ষাগত যোগ্যতা 

উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য অতি অবশ্যই প্রার্থীদের নির্দিষ্ট বিষয় নিয়ে স্নাতক পাস করা থাকতে হবে তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট ও দক্ষতা জানতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তি  ফলো করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড রেশন কার্ড, ইত্যাদি)।
৩) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) জাতিগত সংসদ পত্র যদি থাকে।
৬) কালার পাসপোর্ট সাইজের ফটো।
৭) এছাড়া ও আরো অন্যান্য।

আবেদন পদ্ধতি (WB Non Teaching Staff Vacancy 2024)

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। 

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদনের শেষ তারিখ – কবে এখানে আবেদন করা শেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here

রাজ্যর হোস্টেলে নতুন কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৯০০০ টাকা

Leave a Comment