Railway Group D Practice Set Part 05 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

By admin

Published on:

Railway Group D Practice Set Part 05

Railway Group D Practice Set Part 05 – নমস্কার বন্ধুরা তোমাদের সুবিধার্থে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাক্টিস সেট নিয়ে হাজির হয়েছি যা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কে প্রদান করা হবে। প্রতিদিন পার্ট বাই পার্ট হিসাবে এখানে পোস্ট দেওয়া হবে। সুতরাং যারা এখনো প্রিপারেশন নাওনি পরীক্ষা দেওয়ার জন্য তারা আর সময় নষ্ট না করে আজ থেকেই প্রশ্নগুলি দেখে নিজেকে তৈরি করো গ্রুপ ডি পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য। 

মূলত এই ফ্রী প্র্যাকটিস সেট গুলি প্রদান করার আসল উদ্দেশ্য যারা এখনো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই নিজেদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (Railway Group D Practice Set Part 05)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে ?
[A] নিউ দিল্লি
[B] ইসলামাবাদ
[C] আবুধাবি
[D] জেকোবাবাদ

Answer – জেকোবাবাদ

২) থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য ?
[A] আসাম
[B] সিকিম
[C] মিজোরাম
[D] কেরালা

Answer – কেরালা

৩) ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল—
[A] জেলা পঞ্চায়েত
[B] ক্ষেত্র পঞ্চায়েত
[C] গ্রামসভা
[D] নগর পঞ্চায়েত

Answer – গ্রামসভা

৪) নিম্নলিখিত কোনটি সঠিক নয় ?
[A] বাঁকুড়া – কয়লা
[B] পুরুলিয়া – ম্যাঙ্গানিজ
[C] বর্ধমান – চুনাপাথর
[D] বীরভূম – চিনামাটি

Answer – বাঁকুড়া – ম্যাঙ্গানিজ

৫) মুদ্রাস্ফীতির সময় করের হার—
[A] একই রাখা উচিত
[B] হ্রাস করা উচিত
[C] বৃদ্ধি করা উচিত
[D] বাড়ানো কমানো করা উচিত

Answer – বৃদ্ধি করা উচিত

Railway Group D Practice Set Part 05

৬) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত ?
[A] জাকার্তা
[B] ল্যাসেন
[C] হেগ
[D] নিউইয়র্ক

Answer – হেগ

৭) অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয় ?
[A] বেগুনি
[B] নীল
[C] লাল
[D] বর্ণহীন

Answer – লাল

৮) চীনের জাতীয় খেলা কি ?
[A] ফুটবল
[B] দাবা
[C] ব্যাডমিন্টন
[D] টেবিল টেনিস

Answer – টেবিল টেনিস

৯) হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—
[A] এম এম যোশি
[B] ভি ভি প্যাটেল
[C] দাদাভাই নওরোজী
[D] জি এল নন্দ

Answer – জি এল নন্দ

১০) রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন ?
[A] কানহেয়া মিশল
[B] গোবিন্দ মিশল
[C] ভেঙ্গি মিশল
[D] সুকারচাকিয়া মিশল

Answer – সুকারচাকিয়া মিশল

১১) সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয় ?
[A] প্লাস্টিডে
[B] গ্রানায়
[C] স্ট্রোমায়
[D] ওপরের কোনটিই নয়

Answer – স্ট্রোমায়

Railway Group D Practice Set Part 05

১২) SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি ?
[A] নিউটন
[B] ওয়াট
[C] আর্গ
[D] ডাইন

Answer – নিউটন

১৩) নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
[A] AFC
[B] DDC
[C] TVA
[D] কোনোটিই নয়

Answer – TVA

১৪) ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায় ?
[A] মাকরানা
[B] ভরতপুর
[C] যোধপুর
[D] জয়সলমীর

Answer – মাকরানা

১৫) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
[A] সলফারের জ্বলন
[B] জলের স্ফুটন
[C] সালফারের গলন
[D] সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ

Answer – সলফারের জ্বলন

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Leave a Comment