Railway Group D Practice Set Part 03 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

By admin

Published on:

Railway Group D Practice Set Part 03

Railway Group D Practice Set Part 03 – নমস্কার বন্ধুরা তোমাদের সুবিধার্থে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাক্টিস সেট নিয়ে হাজির হয়েছি যা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কে প্রদান করা হবে। প্রতিদিন পার্ট বাই পার্ট হিসাবে এখানে পোস্ট দেওয়া হবে। সুতরাং যারা এখনো প্রিপারেশন নাওনি পরীক্ষা দেওয়ার জন্য তারা আর সময় নষ্ট না করে আজ থেকেই প্রশ্নগুলি দেখে নিজেকে তৈরি করো গ্রুপ ডি পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য। 

মূলত এই ফ্রী প্র্যাকটিস সেট গুলি প্রদান করার আসল উদ্দেশ্য যারা এখনো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই নিজেদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (Railway Group D Practice Set Part 03)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান?
[A] গীতাঞ্জলি
[B] গোরা
[C] প্রভাতী সংগীত
[D] শান্তিনিকেতন

Answer – গোরা

২) সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে?
[A] কেতন মেহতা
[B] শ্যাম বেনেগাল
[C] তপন সিংহ
[D] দাশগুপ্ত

Answer – কেতন মেহতা

৩) দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থল এর নাম কি?
[A] শান্তিবন
[B] বীরভূমি
[C] বিজয়ঘাট
[D] রাজঘাট

Answer – রাজঘাট

৪) অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
[A] শচীন্দ্র প্রসাদ বসু
[B] সুবোধ চন্দ্র মল্লিক
[C] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
[D] অশ্বিনী কুমার দত্ত

Answer – শচীন্দ্র প্রসাদ বসু

৫) চার অঙ্কবিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে ?
[A] 9938
[B] 9934
[C] 9936
[D] 9914

Answer – 9934

Railway Group D Practice Set Part 03

৬) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018 এবং 2168 কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে ?
[A] 25
[B] 39
[C] 48
[D] 50

Answer – 25

৭) বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধির সমান পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 33 সেন্টিমিটার
[B] 44 সেন্টিমিটার
[C] 22 সেন্টিমিটার
[D] 11 সেন্টিমিটার

Answer – 33 সেন্টিমিটার

৮) চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে
[A] টাইফুন
[B] হ্যারিকেন
[C] টর্নেডো
[D] সাইক্লোন

Answer – টাইফুন

৯) দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ?
[A] 64%
[B] 75%
[C] 80%
[D] 85%

Answer – 85%

১০) মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল ?
[A] টাকা
[B] মনা
[C] দাম
[D] নিষ্ক

Answer – দাম

১১) এমন কোনও বহুভুজ বাহুর সংখ্যা নির্ণয় করো, যার অন্তঃকোণের সমষ্টি 6 সমকোণ।
[A] 5
[B] 6
[C] 8
[D] 7

Answer – 5

১২) একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন ?
[A] আকবর
[B] শেরশাহ
[C] জাহাঙ্গীর
[D] আলাউদ্দিন

Answer – জাহাঙ্গীর

১৩) মহাবীরের পূর্বতম তীর্থংকরের নাম কী?
[A] গোসাল
[B] পার্শ্বনাথ
[C] বর্ধমান
[D] ঋষভনাথ

Answer – পার্শ্বনাথ

Railway Group D Practice Set Part 03

১৪) বিক্রয়মূল্যের ওপর 25% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে ?
[A] 20%
[B] 30%
[C] 25%
[D] 24%

Answer – 20%

১৫) দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুনফল 2048 এবং একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ?
[A] 36
[B] 32
[C] 16
[D] 64

Answer – 32

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Leave a Comment