Railway Group D Practice Set Part 02 – নমস্কার বন্ধুরা তোমাদের সুবিধার্থে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাক্টিস সেট নিয়ে হাজির হয়েছি যা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কে প্রদান করা হবে। প্রতিদিন পার্ট বাই পার্ট হিসাবে এখানে পোস্ট দেওয়া হবে। সুতরাং যারা এখনো প্রিপারেশন নাওনি পরীক্ষা দেওয়ার জন্য তারা আর সময় নষ্ট না করে আজ থেকেই প্রশ্নগুলি দেখে নিজেকে তৈরি করো গ্রুপ ডি পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য।
মূলত এই ফ্রী প্র্যাকটিস সেট গুলি প্রদান করার আসল উদ্দেশ্য যারা এখনো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই নিজেদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (Railway Group D Practice Set Part 02)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা?
[A] যশোবর্মন
[B] অপরাজিতবর্মন
[C] ভাস্কর বর্মন
[D] অনন্তবর্মন
Answer – অনন্তবর্মন
২) পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে
[A] পঞ্চায়েত সমিতি
[B] গ্রাম সভা
[C] গ্রাম পঞ্চায়েত
[D] জেলা পরিষদ
Answer – জেলা পরিষদ
৩) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
[A] রঞ্জন মাথাই
[B] নিরুপমা রাও
[C] অজিত দোভাল
[D] এস জয়শঙ্কর
Answer – এস জয় শঙ্কর
৪) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি ?
[A] আলফা সেনটাউরি
[B] লুব্ধক
[C] সাইরাস
[D] স্বাতী
Answer – আলফা সেনটাউরি
৫) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] পশ্চিমবঙ্গ
[B] অসম
[C] মধ্যপ্রদেশ
[D] মনিপুর
Answer – অসম
(Railway Group D Practice Set Part 02)
৬) ভারতে জনগণনা কত বছর অন্তর হয় ?
[A] 5
[B] 7
[C] 2
[D] 10
Answer – 10
৭) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষ কবিতা হল একটি
[A] উপন্যাস
[B] গল্প
[C] কবিতা
[D] ছোট গল্প
Answer – উপন্যাস
৮) গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন
[A] কুশিনগরে
[B] সারনাথে
[C] কুন্দপুরে
[D] কপিলাবস্তুতে
Answer – কুশিনগরে
৯) কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লীকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় ?
[A] ৬৬তম
[B] ৬৯তম
[C] ৬৭তম
[D] ৬৮তম
Answer – ৬৯তম
১০) ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত ?
[A] ৬২ বছর
[B] ৬০ বছর
[C] ৫৮ বছর
[D] কোন উর্ধ্বসীমা নেই
Answer – কোন ঊর্ধ্ব সীমা নেই
(Railway Group D Practice Set Part 02)
১১) কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন?
[A] প্রধানমন্ত্রী
[B] চসংসদীয় কমিটি
[C] রাষ্ট্রপতি
[D] লোকসভার অধ্যক্ষ
Answer – লোকসভার অধ্যক্ষ
১২) হরপ্পা সভ্যতার কোথায় তামার চাকার নিদর্শন আবিষ্কৃত হয়েছিল ?
[A] কুন্তল
[B] লোথাল
[C] দায়মাবাদ
[D] বনওয়ারী
Answer – দায়মাবাদ
১৩) কত সালে হাওড়া স্টেশন নির্মিত হয় ?
[A] ১৯০৪ সালে
[B] ১৯০৬ সালে
[C] ১৯০৭ সালে
[D] ১৯০৫ সালে
Answer – ১৯০৫ সালে
১৪) কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক?
[A] এস চন্দ্রশেখর
[B] সি ভি রমন
[C] গোবিন্দ বল্লভ পন্থ
[D] বি সি রায়
Answer – সি ভি রমন
১৫) মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হল
[A] আলোকবর্ষ
[B] কিলোমিটার
[C] নটিকেল মাইল
[D] অ্যাংস্ট্রম
Answer – আলোকবর্ষ
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |