Railway Group D Practice Set Part 01 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ০১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

By admin

Published on:

Railway Group D Practice Set Part 01

Railway Group D Practice Set Part 01 – নমস্কার বন্ধুরা তোমাদের সুবিধার্থে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাক্টিস সেট নিয়ে হাজির হয়েছি যা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কে প্রদান করা হবে। প্রতিদিন  পার্ট বাই পার্ট হিসাবে এখানে পোস্ট দেওয়া হবে। সুতরাং যারা এখনো প্রিপারেশন নাওনি পরীক্ষা দেওয়ার জন্য তারা আর সময় নষ্ট না করে আজ থেকেই প্রশ্নগুলি দেখে নিজেকে তৈরি করো গ্রুপ ডি পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য। 

মূলত এই ফ্রী প্র্যাকটিস সেট গুলি প্রদান করার আসল উদ্দেশ্য যারা এখনো পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই নিজেদের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (Railway Group D Practice Set Part 01)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

১) পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী?
[A]  রূপান্তরিত
[B] আগ্নেয়
[C] পাললিক
[D] স্তরীভূত

Answer – আগ্নেয়

২) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
[A] গ্রিনল্যান্ড
[B] ইংল্যান্ড
[C] আইসল্যান্ড
[D] লাক্ষাদ্বীপ

Answer – গ্রিনল্যান্ড

৩) ‘নীলদর্পণ’ -এর রচয়িতা হলেন
[A] দীনবন্ধু মিত্র
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] গিরিশচন্দ্র ঘোষ
[D] বিপিনচন্দ্র পাল

Answer – দীনবন্ধু মিত্র

৪) পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী?
[A] রূপান্তরি
[B] স্তরীভূত
[C] তপাললিক
[D] আগ্নেয়

Answer – আগ্নেয়

৫) ‘পৃথিবীর কফিপাত্র’ বলা হয় কাকে?
[A] চিলি
[B] কিউবা
[C] ব্রাজিল
[D] আর্জেন্টিনা

Answer – ব্রাজিল

Railway Group D Practice Set Part 01

৬) তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে ?
[A] দশটি
[B] চারটি
[C] নয়টি
[D] সাতটি

Answer – চারটি

৭) কত সালে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হয় ?
[A] ১৭৯৪ সালে
[B] ১৭৯০ সালে
[C] ১৭৯২ সালে
[D] ১৭৯৫ সালে

Answer – ১৭৯০ সালে

৮) 198 , 194 , 185 , 169 , ?
[A] 136
[B] 92
[C] 112
[D] 144 

Answer – 144 

৯) রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড়। রিতা, গীতার থেকে বড়। শ্যাম, রিতার থেকে বড় ও রাধার চেয়ে ছোট। কে সর্বকনিষ্ঠ ?
[A] গীতা
[B] সুনিতা
[C] শ্যাম
[D] রিতা

Answer – গীতা

১০) ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয়?
[A] সেপ্টেম্বর 20
[B] সেপ্টেম্বর 16
[C] সেপ্টেম্বর 12
[D] সেপ্টেম্বর 14

Answer – সেপ্টেম্বর 16

১১) ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে?
[A] সংসদ
[B] রাষ্ট্রপতি
[C] কেন্দ্রীয় মন্ত্রীসভা
[D] সুপ্রিম কোর্ট

Answer – সুপ্রিম কোর্ট

১২) কিতাব-উল-হিন্দ কার রচনা?
[A] আল মাসুদি
[B] সুলেমান
[C] আলবিরুনী
[D] ফিরদৌসি

Answer – আলবিরুনী

Railway Group D Practice Set Part 01

১৩) 240 ,? , 120 , 40 , 10 , 2 ?
[A] 180
[B] 240
[C] 239
[D] 420

Answer – 240

১৪) গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
[A] দেরাদুন
[B] বেঙ্গালুরু
[C] কানপুর
[D] চন্ডিগড়

Answer – কানপুর

১৫) ৫টি বই একটি স্তুপে আছে। অঙ্কের বইয়ের উপরে ইংরেজি বই আছে। আবার বানিজ্যের বই জীববিদ্যার বইয়ের নীচে আছে। অঙ্কের বই জীববিদ্যার বইয়ের উপরে এবং অঙ্কনের বই বাণিজ্যের বইয়ের নীচে আছে। ঠিক মধ্যবর্তী জায়গায় কোণ বই আছে ?
[A] জীববিদ্যা
[B] অঙ্কন
[C] অঙ্ক
[D] ইংরেজি

Answer – জীববিদ্যা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Leave a Comment