মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত করলো, কবে থেকে হাতে পাবে টেস্ট পেপার ? – Madhyamik Test Paper Published

By admin

Published on:

Madhyamik Test Paper Published

Madhyamik Test Paper Published – পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তারফে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুশির খবর। রাজ্য সরকারের তরফে প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক টেস্ট পেপার দেবার তারিখ প্রকাশিত হলো। যেসব পরীক্ষার্থীরা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলছে তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।

কবে থেকে ছাত্র ছাত্রীরা এই টেস্ট পেপার হাতে পাবেন ? কিভাবে এই টেস্ট পেপার পাবেন ? কোন স্কুল গুলিতে আগের টেস্ট পেপার দেওয়া হবে ? টেস্ট পেপার নেওয়ার জন্য পরীক্ষার্থীদের কি নিয়ে স্কুলে যেতে হবে ? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পড়তে হবে। আসুন আজকের এই প্রতিবেদন সহকারে টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিই।

স্কুল জীবনে সবচেয়ে প্রথম বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। সমস্ত ছাত্র-ছাত্রীর স্কুল জীবনের এই প্রথম বড়ো মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুব সংশয় সর্বদা থাকে। এই মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীরা যেন ভালোভাবে দিতে পারে এবং তার প্রিপারেশন এর পদ্ধতি খুব সহজ করার জন্য মধ্যশিক্ষা (Madhyamik Test Paper Published) পর্ষদের তারফে প্রতিবছরই পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার দিয়ে থাকে। বাজার বিভিন্ন মূল্যে টেস্ট পেপার থাকা সত্বেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই টেস্ট পেপার দেওয়া হয়।

আবার শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন , কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও

অনেক পরীক্ষার্থী ‌আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে বাজারজাত টেস্ট পেপার কিনতে পারে না। তাই প্রতিবছরের মতো এবছর ২০২৪-২০২৫ বর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীরা সরকারি থেকে দেওয়া টেস্ট পেপারের অপেক্ষায় আছেন। এই টেস্ট পেপার কবে থেকে স্কুলে দেওয়া হবে এই নিয়ে সকলে মনে সংশয়ে জমে আছে।

Madhyamik Test Paper Published

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে । মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে সময় খুব কম থাকা সত্ত্বেও টেস্ট পেপারে কোন খবর মেলেনি। এই নিয়েই সকল ছাত্র-ছাত্রীর মনে প্রশ্ন জেগেছে। গত বছরে দেখা গিয়েছে ‌মাধ্যমিক পরীক্ষার ২০ থেকে ২৫ দিন আগে টেস্ট পরীক্ষার জন্য পরীক্ষা প্রার্থীদের টেস্ট পেপার দিয়েছিলেন।

যার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারেনি। সেরকম হিসাব অনুসারে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীরা (Madhyamik Test Paper Published) তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারে তার জন্য গত বছরগুলি তুলনায় আগেই মাধ্যমিক টেস্ট পেপার দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

এই টেস্ট পেপার কবে থেকে স্কুলে দেওয়া হবে সেই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কোনরকম তারিখ প্রকাশ করেনি। অনুমান করা যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বরের পরবর্তী সময়ের মধ্যে সকল স্কুলগুলিতে টেস্ট পেপার পৌঁছে যাবে। স্কুলের টেস্ট পেপার পৌঁছে যাওয়ার কিছুদিনের মধ্যেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের স্কুলে এই বইগুলি দেওয়া হবে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যতদিন পর্যন্ত স্কুল থেকে টেস্ট পেপার না দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের বইগুলি ভালোভাবে পড়ার নির্দেশ দিয়েছেন এবং ভালোভাবে পড়াশুনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট এবং পরীক্ষার আপডেট – wbbse.wb.gov.in

পরীক্ষা ছাড়াই IRCTC তে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন

Leave a Comment