মাধ্যমিক পরীক্ষার ২০২৫ রুটিন! কোন দিন কি পরীক্ষা ও কবে থেকে শুরু ? – Madhyamik Exam 2025 Routine

By admin

Published on:

Madhyamik Exam 2025 Routine

Madhyamik Exam 2025 Routine – ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি একদম তুঙ্গে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট ইতোমধ্যে সমাপ্তি হয়েছে কিন্তু এখনো অনেকে জানেই না যে কোন দিন কি পরীক্ষা। কবে থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ? এইসব সমস্ত কথা চিন্তা করেই আজকের এই প্রতিবেদনে কখন থেকে শুরু হচ্ছে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা এবং কোন দিন কি পরীক্ষা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 

মাধ্যমিক পরীক্ষার আপডেটরুটিন ও সমস্ত তথ্য
বোর্ডের নাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)
(২০২৫) মাধ্যমিক পরীক্ষা শুরুর তারিখ১০ই ফেব্রুয়ারি
পরীক্ষার শেষের তারিখ ২২ শে ফেব্রুয়ারি 
পরীক্ষার সময় সকাল ১০ঃ৪৫ থেকে দুপুর ২:০০

২০২৫ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে ?

১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার শুরু হচ্ছে ও পরীক্ষার সমাপ্তি হচ্ছে ২২ ফেব্রুয়ারি শনিবার কিন্তু তার মধ্যে কিছু কিছু দিন দিনই ছুটি থাকছে তা নিচে আলোচনা করা হচ্ছে বিস্তারিত ভাবে।

কোন দিন (বার) – Day বিষয় – Exam Subject তারিখ – Date
সোমবারপ্রথম ভাষা (বাংলা)১০ই ফেব্রুয়ারী, ২০২৫
মঙ্গলবারদ্বিতীয় ভাষা (ইংরেজি)১১ই ফেব্রুয়ারী, ২০২৫
শনিবারগনিত১৫ই ফেব্রুয়ারী, ২০২৫
সোমবারইতিহাস১৭ই ফেব্রুয়ারী, ২০২৫
মঙ্গলবারভূগোল১৮ই ফেব্রুয়ারী, ২০২৫
বুধবারজীবন বিজ্ঞান১৯ই ফেব্রুয়ারী, ২০২৫
বৃহস্পতিবারভৌত বিজ্ঞান২০ই ফেব্রুয়ারী, ২০২৫
শনিবারঐচ্ছিক বিষয় (Optional)২২ই ফেব্রুয়ারী, ২০২৫

পরীক্ষা শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি সোমবার ওই দিন বাংলা পরীক্ষা রয়েছে। এরপরে ঠিক পরের দিন ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার ওই দিন ইংরেজি পরীক্ষা হবে। এরপর টানা ৩ দিন ছুটি। তারপর ছুটির পরে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শনিবার ওই দিন গণিত পরীক্ষা রয়েছে। এরপরে ১৬ ফেব্রুয়ারি রবিবার ওই দিন এমনিতেই ছুটি থাকছে তারপরে ১৭ ফেব্রুয়ারি সোমবার ইতিহাস পরীক্ষা ও ঠিক তার পরের দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা। এছাড়া ১৯ ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান পরীক্ষা ও ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান পরীক্ষা। 

Madhyamik Exam 2025 Routine

বোর্ডের তরফ থেকে যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এর যে পিডিএফ ফাইলটি প্রকাশ করা হয়েছে তার লিঙ্ক নিচে দেওয়া হলো আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করুন সমস্ত তথ্য দেখে নিতে পারেন। ভাষাতে বা টাইম ও ডেটে (Madhyamik Exam 2025 Routine) যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে সংস্থার যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি ডাউনলোড করে দেখে বুঝে তবে পরীক্ষার দিন পরীক্ষা হলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here

রাজ্যর হোস্টেলে নতুন কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৯০০০ টাকা

Leave a Comment