Jalpaiguri DM Office Recruitment – জলপাইগুড়ি জেল DM অফিসের তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
পদের নাম | Social Work, Outreach worker, Protection officer |
মোট শূন্যপদ | ০৩ টি |
নিয়োগ প্রক্রিয়া | সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১/১২/২০২৪ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে Social Work, Outreach worker, Protection officer।
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট ০৩ জন প্রার্থীকে।
বয়স সীমা
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদের আলাদা আলাদা বয়সসীমা আছে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো:-
Social Work – এই পদে আপনার যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
Outreach worker – এই পদে আপনার যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
Protection officer – এই পদে আপনার যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
বেতন কাঠামো (Jalpaiguri DM Office Recruitment)
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদের আলাদা আলাদা বেতন আছে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো:-
Social Work – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৮,৫৩৬ প্রদান করা হবে।
Outreach worker – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০ প্রদান করা হবে।
Protection officer – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৭,৮৪০ প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে অনেকগুলি শূন্যপদ আছে প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Jalpaiguri DM Office Recruitment)
১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড রেশন কার্ড, ইত্যাদি)।
৩) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
৪) জাতিগত সংসদ পত্র যদি থাকে।
৫) এছাড়া ও আরো অন্যান্য।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে (Jalpaiguri DM Office Recruitment) সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ৩১/১২/২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
মাধ্যমিক পাশে পূর্বমধ্য রেলে নতুন কর্মী নিয়োগ, বেতন মাসে ২৯,২০০