Indian Navy Recruitment 2024 – ভারতীয় নৌবাহিনী দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
পদের নাম | স্থায়ী কমিশনড অফিসার |
মোট শূন্যপদ | ৩৬ টি |
নিয়োগ প্রক্রিয়া | JEE (Main) 2024 পরীক্ষার র্যাঙ্কিং, ইন্টারভিউয়ের, শারীরিক ও মানসিক পরীক্ষার |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০/১২/২০২৪ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে স্থায়ী কমিশনড অফিসার।
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট ৩৬ জন প্রার্থীকে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা জন্ম হতে হবে ২ জানুয়ারি, ২০০৬ থেকে ১ জুলাই, ২০০৮ তারিখের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
বেতন কাঠামো
এই পদের জন্য কত কি বেতন প্রদান করা হবে সেই সম্বন্ধে সংস্থার বিজ্ঞপ্তিতে সেরকম কোন তথ্য উল্লেখ নেই।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ও তার সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে ৭০ শতাংশ নাম্বার এবং ইংরেজিতে নূন্যতম ৫০ শতাংশ নাম্বার পেতে হবে ও তার সাথে JEE (Main) 2024 পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক হতে হবে। JEE (Main) 2024-এর অল ইন্ডিয়া কমন র্যাঙ্কে লিফটের ভিত্তিতে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের JEE (Main) 2024 পরীক্ষার র্যাঙ্কিং, ইন্টারভিউ, শারীরিক ও মানসিক পরীক্ষার এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড রেশন কার্ড, ইত্যাদি)।
৩) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৫) JEE(Main) 2024 স্কোরবোর্ড।
৬) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৭) এছাড়া ও আরো অন্যান্য।
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল (Indian Navy Recruitment 2024) ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ২০/১২/২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here