Five Thousand Teacher Vacancy In West Bengal – রাজ্য সরকারের তরফে প্রতিনিয়ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবার রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষকের চাকরির অপেক্ষায়রত প্রার্থীদের জন্য সুখবর। যে সব চাকরি প্রার্থীদের ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। পুনরায় রাজ্যের শিক্ষক নিয়োগের জন্য আবেদনের সুবর্ণ সুযোগ আসছে।
কিভাবে এই শিক্ষক হতে পারবেন ? এই শিক্ষকের কারা আবেদন করতে পারবে ? কিভাবে শিক্ষকদের নিয়োগ করা হবে ? কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হবে ? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই প্রতিবেদন।
রাজ্যে বহুবছর শিক্ষক নিয়োগ না করার কারণে বহু স্কুল শিক্ষকহীন অবস্থায় রয়ে গেছে। কিছু স্কুলে প্রধান শিক্ষকের সমস্ত দায়িত্ব পালন করছে। এইভাবে চলতে থাকলে শিক্ষার অবস্থা নিম্নতরে পৌঁছে যাবে।
Five Thousand Teacher Vacancy In West Bengal
তাই ছাত্র-ছাত্রীদের উন্নতি ও শিক্ষকতার চাকরির অপেক্ষারত প্রার্থীদের জন্য রাজ্য (Five Thousand Teacher Vacancy In West Bengal) সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যে চাকরির অভাব দূরীকরণের জন্য এই ব্যবস্থা। স্কুল সার্ভিস কমিশনার দপ্তরের তরফে জানানো হয়েছে কোনরকম সমস্যার কারণে বহু বছর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ ছিল।
গত ২০১৯ সালে সর্বশেষ শিক্ষক নিয়োগ করা হয়েছিল রাজ্যের স্কুলগুলিতে। তারপর থেকে কোনরকম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বা শিক্ষক নিয়োগ করা হয়নি রাজ্যের প্রতিটি স্কুলে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের প্রতিটি স্কুলে সব মিলিয়ে ৫০০০ এরও বেশি শিক্ষকের শূন্যপদ খালি রয়েছে।
Five Thousand Teacher Vacancy In West Bengal
এই শূন্যপদ পূরণের জন্য খুব শীঘ্রই শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিয়োগ বোর্ড মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবেদন পেশ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই শিক্ষক নিয়োগের ছাড়পত্র পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন বোর্ড। এই সংক্রান্ত এখনো পর্যন্ত কোনরকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আশা করে যাচ্ছি খুব শীঘ্রই শূন্যপদ ভর্তির জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
গত বছরের স্কুল সার্ভিস কমিশন প্রধান শিক্ষক নিয়োগের নিয়ম অনুসারে এই বছরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সম্পন্ন হবে। গত বছর থেকে শিক্ষক নিয়োগের যে নতুন ওএমআর শিট সিস্টেম চালু হয়েছে।
পরীক্ষার্থীদের ওএমআর শিটে পরীক্ষা হওয়ার পর ও প্রত্যেক প্রার্থীর ওএমআর এর এক কপি থাকবে স্কুল সার্ভিস কমিশন দপ্তরে। এই নিয়ম মেনে সকল প্রার্থীদের শূন্যপদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। সকল শিক্ষক পদে আবেদনের অপেক্ষারত প্রার্থীদের বিজ্ঞপ্তি তারিখের অপেক্ষায় থাকতে হবে।