ব্যাঙ্ক অফ বরোদা তে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখে নিন – BOB Bank Staff Recruitment 2024

By admin

Updated on:

BOB Bank Staff Recruitment 2024

BOB Bank Staff Recruitment 2024 – ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

নিয়োগ সংস্থা Bank Of Baroda 
পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট  
মোট শূন্যপদ নিচে উল্লেখিত 
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন মাধ্যম অফলাইন 
আবেদনের শেষ তারিখ ৩০/১১/২০২৪

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট একটি। 

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো

এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে ২০,০০০ টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা 

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত গ্রাজুয়েশন ডিগ্রী পাস করা থাকতে হবে ও তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন চালানোর দক্ষতা ও সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) পরিচয়ের প্রমাণপত্র হিসাবে (পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড)।
২) বয়সের প্রমাণপত্র হিসাবে (মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট)।
৩) সমস্ত মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ।
৪) জাত শংসাপত্র ( যদি থাকে)।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

আবেদন‌ পাঠানোর ঠিকানা

Regional Head, Regional Office (Prayagraj-II), Baroda Bhawan, 1st Floor, Plot No. CP-01, Dev Prayagam Awas Yojana, Jhalwa, Prayagraj, 211011

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদনের শেষ তারিখ – ৩০/১১/২০২৪

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here

Leave a Comment