Aai Apprentice New Recruitment 2024 – ভারতীয় বিমানবন্দর দপ্তরের তরফ থেকে শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
নিয়োগ সংস্থা | AAI Apprentice |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ১৯৭ টি |
নিয়োগ প্রক্রিয়া | শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫/১২/২০২৪ |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম নিজে উল্লেখ করা হলো :-
১} ডিপ্লোমা শিক্ষানবিশ (সিভিল)
২} ডিপ্লোমা শিক্ষানবিশ (কম্পিউটার সায়েন্স)
৩} স্নাতক শিক্ষানবীশ (কম্পিউটার সায়েন্স)
৪} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রিক্যাল)
৫} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক
৬} ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেকট্রিক্যাল)
(Aai Apprentice New Recruitment 2024)
৭} স্নাতক শিক্ষানবীশ (সিভিল)
৮} ডিপ্লোমা শিক্ষানবিশ (অ্যারোনটিক্যাল)
৯} আইটিআই ট্রেড শিক্ষানবীশ (বিভিন্ন ট্রেড)
১০} স্টেনো (আইটিআই)
১১} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রনিক্স)
১২} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক শিক্ষানবিশ
১৩} ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেক্ট্রনিক্স)
১৪} স্নাতক শিক্ষানবীশ (অ্যারোনটিক্যাল)
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট ১৯৭ জন প্রার্থীকে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
বেতন কাঠামো (Aai Apprentice New Recruitment 2024)
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে সে ক্ষেত্রে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচিতা সমস্ত তথ্য দেওয়া হলো ঃ –
১} ডিপ্লোমা শিক্ষানবিশ (কম্পিউটার সায়েন্স) – ১২,০০০/- টাকা।
২} আইটিআই ট্রেড শিক্ষানবীশ (বিভিন্ন ট্রেড) – ৯,০০০/- টাকা।
৩} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রনিক্স) – ১৫,০০০/- টাকা।
৪} ডিপ্লোমা শিক্ষানবিশ (সিভিল) – ১২,০০০/- টাকা।
৫} স্টেনো (আইটিআই) – ৯,০০০/- টাকা।
৬} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক শিক্ষানবিশ – ১৫,০০০/- টাকা।
৭} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক – ১২,০০০/- টাকা।
৮} ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেকট্রিক্যাল) – ১২,০০০/- টাকা।
৯} স্নাতক শিক্ষানবীশ (সিভিল) – ১৫,০০০/- টাকা।
১০} স্নাতক শিক্ষানবীশ (কম্পিউটার সায়েন্স) – ১৫,০০০/- টাকা।
১১} স্নাতক শিক্ষানবীশ (অ্যারোনটিক্যাল) – ১৫,০০০/- টাকা।
১২} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রিক্যাল) – ১৫,০০০/- টাকা।
১৩} ডিপ্লোমা শিক্ষানবিশ (অ্যারোনটিক্যাল) – ১২,০০০/- টাকা।
১৪} ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেক্ট্রনিক্স) – ১২,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেক পদের আলাদা শিক্ষকতার যোগ্যতা আছে নিচে তার বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ-
১} ডিপ্লোমা শিক্ষানবিশ (অ্যারোনটিক্যাল) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং – এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ০৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি।
২} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রনিক্স) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি।
৩} স্নাতক শিক্ষানবীশ (অ্যারোনটিক্যাল) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং – এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি।
৪} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক ডিগ্রি সঙ্গে ০৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী।
৫} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রিক্যাল) – একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক ডিগ্রি ।
৬} মেকানিক্যাল/ অটোমোবাইল স্নাতক শিক্ষানবিশ – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক ডিগ্রি।
৭} স্নাতক শিক্ষানবীশ (ইলেকট্রনিক্স) – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি ।
৮} আইটিআই ট্রেড শিক্ষানবীশ (বিভিন্ন ট্রেড) (Aai Apprentice New Recruitment 2024) – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
৯} স্নাতক শিক্ষানবীশ (সিভিল) – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক ডিগ্রি।
১০} ডিপ্লোমা শিক্ষানবিশ (কম্পিউটার সায়েন্স) – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ আইটিআই তে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি একইসঙ্গে ০৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী ।
১১} স্টেনো (আইটিআই) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্টেনো গ্রাফি বা সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই ডিগ্রি।
১২} ডিপ্লোমা শিক্ষানবিশ (ইলেক্ট্রনিক্স) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ০৩ বছরের ডিপ্লোমা।
১৩} ডিপ্লোমা শিক্ষানবিশ (সিভিল) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং – এ স্নাতক ডিগ্রি এবং ০৩ বছরের ডিপ্লোমা।
১৪} স্নাতক শিক্ষানবীশ (কম্পিউটার সায়েন্স) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ আইটিআই তে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি।
নিয়োগ প্রক্রিয়া (Aai Apprentice New Recruitment 2024)
এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট (Aai Apprentice New Recruitment 2024) ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ২৫/১২/২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here