বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে – School Teacher Recruitment Notification 2025

By admin

Published on:

School Teacher Recruitment Notification 2025

School Teacher Recruitment Notification 2025 – বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলে তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজিটি, টিজিটি
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
নিয়োগ প্রক্রিয়ানিচে উল্লেখিত
আবেদন মাধ্যম ০৩/০১/২০২৫

কি কি পদ আছে ?

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজিটি,টিজিটি)।
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তিতে কোনরকম শূন্যপদ উল্লেখ নেই ।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে। আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ফলো করুন।

বেতন কাঠামো (School Teacher Recruitment Notification 2025)

উল্লিখিত পদে আবেদন করার পর চাকরি পেলে বেতন স্কুলের নিয়ম অনুসারে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা 

এখানে পিজিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই  স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে বিএড সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি এবং টিজিটি পদের জন্য বি.এড সহ রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া সকল পদের জন্য প্রার্থীদের CSE/CBSE স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা ও ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির নিয়ম অনুসারে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (School Teacher Recruitment Notification 2025)

১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড/রেশন কার্ড, ইত্যাদি)।
৩)  স্নাতক ডিগ্রি পাশের নথিপত্র।
৪)  EPIC / রেশন কার্ড/ আধার কার্ড এর স্বপ্রত্যয়িত ফটোকপি অথবা প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৬) এছাড়া ও আরো অন্যান্য।

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন। 

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদনের শেষ তারিখ – ০৩/০১/২০২৫

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here

কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি দেখে নিন

Leave a Comment