Kolkata Airport Apprentice Notification – ভারতীয় বিমানবন্দর (Airport Authority of India) তরফ থেকে Apprentice পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
পদের নাম | অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং (সিভিল) |
মোট শূন্যপদ | ৩৫ টি |
নিয়োগ প্রক্রিয়া | ইন্টারভিউ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১/১২/২০২৪ |
কি কি পদ আছে ?
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে :-
Diploma Apprentice (Engg. Civil), Graduate Apprentice (Engg. Electrical), Diploma Apprentice (Engg. Electrical), Trade Apprentice (ITI) – Engg. Electrical, Graduate Apprentice (Electronics and Communication), Diploma Apprentice (Electronics & Tele Communication), Trade Apprentice (ITI) – Electronics & Mechanics, Trade Apprentice (ITI) – Computer Operator and Programming Assistant (COPA),
শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট ৩৫ জন প্রার্থীকে।
বয়স সীমা (Kolkata Airport Apprentice Notification)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে।
বেতন কাঠামো
যেহেতু এখানে অনেকগুলি আলাদা আলাদা পোস্ট আছে সেক্ষেত্রে প্রত্যেক পোস্টে আলাদা আলাদা বেতন আছে নিচে তার উল্লেখ করে দেওয়া হল –
Graduate Apprentice (Engg. Civil) – মাসিক স্টাইপেন্ড – ১৫,০০০ টাকা।
Diploma Apprentice (Engg. Civil) – মাসিক স্টাইপেন্ড – ১২,০০০ টাকা।
Graduate Apprentice (Engg. Electrical) – মাসিক স্টাইপেন্ড – ১৫,০০০ টাকা।
Diploma Apprentice (Engg. Electrical) – মাসিক স্টাইপেন্ড – ১২,০০০ টাকা।
Trade Apprentice (ITI) – Engg. Electrical – মাসিক স্টাইপেন্ড – ০৯,০০০ টাকা।
Graduate Apprentice (Electronics and Communication) – মাসিক স্টাইপেন্ড – ১৫,০০০ টাকা।
Diploma Apprentice (Electronics & Tele Communication) – মাসিক স্টাইপেন্ড – ১২,০০০ টাকা।
Trade Apprentice (ITI) – Electronics & Mechanics – মাসিক স্টাইপেন্ড – ০৯,০০০ টাকা।
Trade Apprentice (ITI) – Computer Operator and Programming Assistant (COPA) – মাসিক স্টাইপেন্ড – ০৯,০০০ টাকা।
আরো বিশদভাবে জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (Kolkata Airport Apprentice Notification)
যেহেতু এখানে অনেকগুলি ট্রেডে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেক ট্রেনে আলাদা আলাদা যোগ্যতা লাগবে সে ক্ষেত্রে সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন কোন পদের জন্য কি যোগ্যতা।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
২) আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড রেশন কার্ড, ইত্যাদি)।
৩) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) জাতিগত সংসদ পত্র যদি থাকে।
৬) এছাড়া ও আরো অন্যান্য।
আবেদন পদ্ধতি
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের (Kolkata Airport Apprentice Notification) নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ – ৩১/১২/২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
অফিশিয়াল ওয়েবসাইট – Click Here